ইতিহাস

 ইতিহাসঃ

বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, গ্রাম-বাকশীমুল পোঃ বাকশীমুল,  উপজেলা- বুড়িচং, জেলা-কুমিল্লা । প্রতিষ্ঠানটি 1985ইং সনে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার শুরুতে যাদের অবদান ও অক্লান্ত পরিশ্রম রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন,  আলহাজ্ব মোঃ আলী আকবর চেয়ারম্যান,হাজী আবদুল মজিদ কেরানী, জনাব বজলুর রহমান, হাজী মমতাজ উদ্দিন কন্ট্রাক্টার, হাজী আবদুল আজিজ, হাজী সুজাত আলী, হাজী আছমত আলী, আবদুর রহমান সরদার,আবদুল গফুর ডাইরেক্টর, আবদুল আলিম মেঘন, শাহ আলম ইঞ্জিনিয়ার, সফিকুল ইসলাম মেম্বার, মৌলভী রেজাউল করিম, ক্বারী মোবারক হোসেন, আবদুল মজিদ ডিলার,  সফিকুল ইসলাম কন্ট্রাক্টার, সামছুল হক প্রধান শিক্ষক, আবদূল খালেক  ইঞ্জিনিয়ার, হাজী আবুল মোজাফর মুহুরী, ডাঃ আবদুল বারী, মাওঃ আবদুল মতিন, মাওঃ আবদুল জব্বার,  মাওলানা আমিমুল এহছান, মাওলানা মীর মোঃ সলিম উল্লাহ, আয়েত আলী মেম্বার, ধানু মিয়া ডিলার, আবদুল আজিজ মেম্বার, চরু মিয়া, ডাঃ মোজাফর আহাম্মদ,হাফেজ আবদুল হামিদ, আবদুল হাশিদ। উক্ত প্রতিষ্ঠানের সর্বপ্রথম সভাপতি ছিলেন জনাব আলহাজ্ব আলী আকবর চেয়ারম্যান,সেক্রেটারী ছিলেন জনাব মোঃ মমতাজ উদ্দিন কন্ট্রাক্টার।

উল্লেখ্য যে, মাদ্রাসাটি গ্রামের মধ্যভাগে গুংগুর নদীর পশ্চিম পার্শ্বে এবং শহীদ বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম পাকা সড়কের পুর্ব পার্শ্বে একটি মনোরম পরিবেশে অবস্থিত। একই ক্যাম্পাসে উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত থাকায় প্রতিষ্ঠানটি সর্বদাই স্মরণীয় হয়ে থাকবে।