সভাপতি মহোদয়ের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্র্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের অন্তরগত বাকশীমুল গ্রামে স্থাপিত দ্বীনি  শিক্ষা প্রতিষ্ঠান বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা।

উক্ত মাদ্রাসাটি 1985 ইং সনে বাকশীমুল গ্রামের শিক্ষানুরাগী সমাজ সেবক সাবেক চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ আলী আকবর সাহেবের  নেতৃত্বে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আপামর জনসাধারনণর  সমর্থনে এই এলাকায় ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।

1985 ইং সনে প্রতিষ্ঠা লাভের পর থেকে মাদ্রাসাটি এই এলাকায় কুরআন ও হাদিসের শিক্ষার মশাল জ্বেলে সফলভাবে মানুষকে সামাজিক কর্মকান্ড, অর্থনৈতিক মুক্তি ও সচেতনতার প্রেরণা দিয়ে শিক্ষা ও সভ্যতা বিকাশে অবদান রাখছে। মাদ্রাসাটি এতদাঞ্চলে জ্ঞান বিকাশের আলোকে আলোকিত সৎ যোগ্য আদর্শ ও নৈতিকতা সম্পন্ন নাগরিক গড়তে অগ্রণী ভুমিকা পালন করছে যা সর্বসাধারনের নিকট প্রশংসনীয়। মাদ্রাসার শিক্ষকদের ঐকান্তিকতা, শিক্ষার্থীদের শৃংখলা ও সন্তোষজনক ফলাফলে আমি মুগ্ধ।

ইতিমধ্যে দেশের বিভিন্ন স্তরে ‍উক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে  ব্যাপক ভুমিকা রাখছে। মাদ্রাসার গর্ভানিং বডির সদস্য ও শিক্ষক বৃন্দ সহ যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসাটি এ পর্যায়ে এসেছে তাদের সকলের খেদমতকে মহান আল্লাহ রাব্বুল আলামীন ছদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন আমীন।

 

আলহাজ্ব মোহাম্মদ মফিজুল ইসলাম

সভাপতি

বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা।